এখন সময় ভালো যাচ্ছে না, পরে ভালো সময় আসবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | স্টার ফাইল ফটো

গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

এর আগে দ্য ভয়েস অব ডেমোক্র্যাসি রিথিংক বাংলদেশ 'সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আসর অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, 'আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি…অনেকে যে বলেন, কিছু হবে না…এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং অবশ্যই বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।'

'হ্যাঁ, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে…যে কথাটা কিছুক্ষণ আগে অনেকে বলছিলেন, আমি তোমার সঙ্গে একমত হবো না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আ—আমরা এটাতে বিশ্বাস করি।'

মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে, আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে, বাংলাদেশে ডেমোক্রেসিটা চর্চা হয়নি। এটা সম্ভবত লিগেসি অব পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। আমরা এখানে দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি।'

বিএনপি মহাসচিব বলেন, 'সময় তো ভালো যাচ্ছে না এখন। অনেকে অনেক কথা বলছেন। অনেকে মন খারাপ করছে। আমি সব সময় আশাবাদী মানুষ। বয়স আমার অনেক তবে আশাবাদী। আমি মনে করি যে, এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে।'

তরুণদের রাজনীতি বিমুখতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, 'একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশের তরুণদের মধ্যে মাত্র এক দশমিক ৮৭ শতাংশ রাজনীতিতে আগ্রহী। এটি মোটেও ভালো বার্তা নয়। রাজনীতি থেকেই নেতৃত্ব আসে—দেশ গড়ার দায়িত্ব সেই নেতৃত্বের হাতে।'

ঢাকার সঙ্গে মফস্বলের ব্যবধান যতদিন থাকবে, ততদিন প্রকৃত উন্নয়ন ও রাজনৈতিক অগ্রগতি সম্ভব নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি। পাশাপাশি নতুন বাংলাদেশে বৈষম্য দূর করতে এই দূরত্ব কমানোর পরামর্শ দেন।

গত ৪ ও ৫ জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল ও কলেজ পর্যায়ের মোট ৬৪টি বিতর্ক দল অংশ নেয়।

Comments