নারায়ণগঞ্জে বিএনপির শোক মিছিল

বিএনপি, নারায়ণগঞ্জ
বিগত কর্মসূচিতে গুলিতে নিহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্মরণে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সৌরভ হোসেন সিয়াম/ স্টার

গুলিতে নিহত যুবদলকর্মী শাওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্মরণে শোক মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি৷ বৃহস্পতিবার শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন নেতা-কর্মীরা৷

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ মিছিলে বিএনপি নেতা জামাল উদ্দিন কালু, সদস্যসচিব আবু আল ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, এমএইচ মামুন, সদস্য রফিক আহমেদ, মাকিদ মোস্তাকিম শিপলুসহ অন্যান্যরা।

মিছিলের আগে শহরের মিশনপাড়া এলাকায় জড়ো হন নেতা-কর্মীরা৷ পরে কালো পতাকা হাতে কয়েকশ নেতা-কর্মীর একটি শোক মিছিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়৷

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, 'আমাদের ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে৷ পুলিশের গুলিতে নিহত শাওনের জন্য আমাদের হৃদয় এখনও ব্যথিত হয়৷ সেই কারণে নারায়ণগঞ্জের মানুষ এখানে উপস্থিত হয়েছে সরকারকে লাল কার্ড দেখানোর জন্য৷ হত্যা, নির্যাতন করে এদেশের মানুষকে, বিএনপির নেতা-কর্মীদের দাবিয়ে রাখা যাবে না৷'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সারাদেশে গ্রেপ্তার দলীয় সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে৷

এদিকে একই ব্যানারে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করা বিদ্রোহী নেতা-কর্মীরা শহরের আরেকটি শোক মিছিল বের করেন৷ শহরের মন্ডলপাড়া থেকে শোক মিছিল বের করে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন তারা৷

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান, আতাউর রহমান মুকুল, জাকির হোসেন, আবুল কাউসার আশা, হাজী নুরুদ্দিন, সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার প্রমুখ৷

গত ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের ৬ দিনের মাথায় ৪ যুগ্ম-আহ্বায়কসহ ১৫ নেতা পদত্যাগের ঘোষণা দেন৷ তারা অভিযোগ করেন, আহ্বায়ক কমিটি অযোগ্যদের স্থান দিয়ে ত্যাগীদের বঞ্চিত করা হয়েছে৷

Comments

The Daily Star  | English

Divide in democratic forces aiding fascists: Fakhrul

Expressing concerns, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today said that the associates of fascists have started resurfacing due to a divide in democratic forces

10m ago