দেশের সমস্যা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে: আমীর খসরু

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান।'

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে এলজিইডি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি এই সভার আয়োজন করে।

আমীর খসরু বলেন, 'আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। কোন দল চায়-না চায়, এটা বড় কথা না। বাংলাদেশের মানুষ আছে গণতন্ত্রের প্রত্যাশায়।'

তিনি বলেন, 'আর কোনো কিছু বললে—দেশের মধ্যে বললে ভালো। দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে, দেশের ভেতরে বললে...এটা তো বাংলাদেশের সমস্যা, এই সমস্যা বাইরে গিয়ে বলে তো কোনো লাভ নেই! বাংলাদেশের মধ্যে বলে, এখানে সমাধান করতে হবে।'

'আমরা যদি বারবার বাইরে গিয়ে এসব কথা বলতে থাকি, তাহলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে? হবে না। এখানেই বলতে হবে, এখানেই সমাধান। বাংলাদেশের মানুষই সমাধান,' যোগ করেন তিনি।

এই বিএনপি নেতা আরও বলেন, 'দিন শেষে সংস্কার বলেন, বিচার বলেন—যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। একটাই মাত্র অস্ত্র—বাংলাদেশের জনগণ।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়—দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে। স্পিড চলে গেলে হবে না। নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। এখন মানুষের যে প্রত্যাশা, ছোটখাটো দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকলে ওরা পিছিয়ে পড়বে। যারা এসব দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকবে, তারা আগাতে পারবে না, পিছিয়ে যাবে। সামনের বড় চিত্র দেখতে হবে।'

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুল আউয়াল। 

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমানসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago