ভোলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত ৫০

ভোলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।
স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।

বিএনপির অভিযোগ, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালায়।

বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলায় সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমের বাসায় আয়োজিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম দীপু জানান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসায় সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলছিল। এমন সময় যুবলীগ, ছাত্রলীগ কর্মীসহ অর্ধশতাধিক যুবক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। চারটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়। হামলায় উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মিলন, যুগ্ম সম্পাদক রাব্বিসহ অন্তত ৫০ নেতা-কর্মী আহত হন।

হামলায় আহত কয়েকজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে এই হামলা হয়েছে।

অভিযোগ নিয়ে জানতে চাইলে মঞ্জুরুল ইসলাম দাবি করেন, 'আমাদের আজকে কমিটি গঠন নিয়ে আলোচনা ছিল। আমরা এই হামলার সাথে কোনোভাবেই জড়িত না। এটি তাদের অভ্যন্তরীণ বিবাদ হতে পারে।'

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরাদ হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি জানান এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা, লিখিত অভিযোগ নেই। কেউ গ্রেপ্তারও হয়নি।

Comments