চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জে বিএনপি নেতা ও দিনাজপুরে যুবদল নেতা কারাগারে

প্রতীকী ছবি

চাঁদাবাজির অভিযোগে দায়ের মামলায় নারায়ণগঞ্জে এক বিএনপি নেতা ও দিনাজপুরে এক যুবদল নেতা কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিয়াদ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক।

আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক কাইউম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিল।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, এদিন সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার করার সময় রিয়াদ গ্রেপ্তার হন।

'চাঁদাবাজির অভিযোগ ওঠার পর রিয়াদ থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। জেলা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়,' বলেন তিনি।

দুই দিন আগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে এক পোশাক কারখানার মালিককে 'হুমকি দেওয়ার' একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তারের পর 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপে' যুক্ত হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিন বিকেলে আদালত চত্বরে ব্যবসায়ী আজাদ হোসেন সাংবাদিকদের বলেন, যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, তার বেশ কিছু অংশ এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে তৈরি। রিয়াদ আমার ভাগ্নে, তার সঙ্গে পুরো বিষয়টিই আমাদের পারিবারিক।  রিয়াদ আমাকে কোনো হুমকি দেয়নি, আমার কোনো অভিযোগ নেই।

তিনি পুলিশকে অবহিত করেছেন বলেও জানান এই পোশাক ব্যবসায়ী।

এ ব্যাপারে জানতে চাইলে রাতে প্রত্যুষ বলেন, 'পোশাক কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছিলেন এক ব্যবসায়ী। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে। কিন্তু কোনো কারণে তিনি আর মামলা করতে রাজি হননি। ফলে ওই অডিও ক্লিপের সূত্র ধরে পুলিশ বাদী হয়ে মামলা করে।'

এদিকে চাঁদাবাজির মামলায় এদিন বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত রাতে বীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। রাসেল উপজেলার সুজালপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানিয়েছেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলী তাকে কারাগারে নেওয়ার আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাসেল তার ছয়-সাতজন সহযোগীকে নিয়ে মঙ্গলবার রাতে সুজালপুর বার্ষা আমতলী গ্রামের বাংলাদেশ খামার পার্ক নামে একটি দুগ্ধ খামারে গিয়ে খামারের মালিক হাফিজা খাতুন ওরফে শোভার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তাৎক্ষণিক চাপের মুখে শোভা তাকে ৬০ হাজার টাকা দেন। রাসেল তাকে হুমকি দেন, বাকি টাকা দুই-এক দিনের মধ্যে পরিশোধ না করলে বিপদ হবে।

পরের দিন শোভা রাসেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ছয়-সাতজনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বীরগঞ্জ বাজার থেকে রাসেলকে গ্রেপ্তার করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক (এসআই) ইমাদ উদ্দিন মো. ফারুক ফিরোজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল খামারের মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago