আ. লীগের নেতা-কর্মীতে কানায় কানায় পূর্ণ পুরোনো বাণিজ্য মেলার মাঠ

ছবি: রাশেদ সুমন/স্টার

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে।

আজ শনিবার বিকাল ৪টার দিকে দেখা যায়, সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ। নেতা-কর্মীরা নানা রঙের পোশাকে উৎসব মুখর পরিবেশে অংশ নিয়েছেন সম্মেলনে।

আজ সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগারগাঁও এসেছেন ঢাকার ৫টি উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

সম্মেলনের জন্য নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের সামনে রাখা হয়েছে ২৫ হাজার চেয়ার।

ছবি: রাশেদ সুমন/স্টার

ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঞ্চের দক্ষিণ পাশে স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সেখানে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা।

নারী ও পুরুষের জন্য তৈরি করা হয়েছে আলাদা শৌচাগার। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য মূল মঞ্চের সামনে আরেকটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago