হঠাৎ হেফাজতে ইসলামের ব্রিফিং বাতিল

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা প্রেস ব্রিফিং হঠাৎ বাতিল করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ভবন মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্রিফিং হওয়ার কথা ছিল।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা প্রেস ব্রিফিং হঠাৎ বাতিল করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ভবন মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্রিফিং হওয়ার কথা ছিল।

সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিং বাতিলের কথা জানানো হয়।

আজ সকাল ১০টার দিকে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সভা শুরু হয়। হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সভায় সভাপতিত্ব করেন। সভায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

হেফাজত থেকে জানানো হয়, সভা শেষে হেফাজত নেতারা সাংবাদিকদের ব্রিফ করবেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সভা আহ্বান করা হয়েছে কি না জানতে চাইলে গতকাল রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিছ দ্য ডেইলি স্টারকে বলেন, হেফাজত রাজনীতি করে না। কারাগারে বন্দী নেতা-কর্মীদের দ্রুত মুক্তি এবং কমিটি পুনর্গঠনের জন্য সভা আহ্বান করা হয়েছে।

সভায় অংশ নেওয়া হেফাজতের একজন নেতা বলেন, ব্রিফিং কেন বাতিল করা হয়েছে জানি না। প্রেস রিলিজের মাধ্যমে সভার বিস্তারিত জানানো হবে।

Comments