বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির গণসমাবেশের প্রস্তুতি চলছে

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করছেন। ছবি: টিটু দাস/স্টার

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেন।

সকালে বরিশালে গণসমাবেশ সমন্বয়কারী এ জেড এম জাহিদ হাসান, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শন করেন।

এ সময়ে বিএনপির বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক মনিরুজামান ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইতোমধ্যে বরিশালে বাস, থ্রি-হুইলার বন্ধের ঘোষণা এসেছে। সব যদি বন্ধ করে দেওয়া হয় তারপরও মানুষ আসবে।'

তিনি আরও বলেন, 'এক সময় মানুষ হেঁটে হজ করতে যেত, দরকার হলে সেভাবেই আসবে। ডু অর ডাই। তিনদিন আগেই মানুষ আসা শুরু করবে বলে আমার জানতে পেরেছি।'

'আমরা নেতাকর্মীদের জানিয়েছি যারা আগে আসবে, তাদের আশ্রয় দিতে,' বলেন তিনি।

এই নেতা আরও বলেন, 'ইতোমধ্যে আমাদের নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নিয়েছে। আগামী ৫ তারিখে গণসমাবেশের আগ পর্যন্ত তারা পর্যায়ক্রমে সেখানে অবস্থান করবেন।'

তিনি বলেন, 'প্রশাসন আমাদের বেল পার্কের আংশিক দিয়েছে। তাদের অনুষ্ঠান আছে উল্লেখ করে পুরো মাঠ ব্যবহার করতে দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা পূর্ব মুখে মঞ্চ তৈরি করছি।'

'এগুলো আমরা বাধা বলে মনে করছি,' যোগ করেন তিনি।

Comments