অন্য ভেন্যু খুঁজছে বিএনপি

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া তৃতীয় কোনো ভেন্যুতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হতে পারে।

আজ রোববার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর দলটির নেতা আমান উল্লাহ আমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমোদন দিয়েছে ডিএমপি। এদিকে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না। তারা চায় দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গণসমাবেশ করতে।

বিষয়টি নিয়ে বৈঠক করতে আজ বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল।

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, 'তৃতীয় কোনো ভেন্যুতে ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশ হতে পারে। সেই ভেন্যু খুঁজতে বিএনপি নেতা এ্যানি ও পুলিশের এক কর্মকর্তা বৈঠক করবেন।'

প্রতিনিধি দলে ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম, যুগ্মসচিব মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago