বাস চালু রাখার অনুরোধ রাখেননি বরিশালের পরিবহন মালিকরা: বিএনপি

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে বুধবার দুপুরের সংবাদ সম্মেলনে। ছবি: সংগৃহীত

বরিশালের পরিবহন মালিকরা ৪-৫ নভেম্বর বাস চালু রাখার অনুরোধ রাখেননি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়কারী সেলিমা রহমান।

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, 'রাজনৈতিক অপশক্তি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের নামে ৪-৫ নভেম্বর পরিবহন ধর্মঘট আহবান করেছে। আমরা বাস মালিক গ্রুপকে অনুরোধ করেছিলাম বাস চলাচল স্বাভাবিক রাখতে। তবে তারা রাজি হয়নি।'

'বাস মালিক পক্ষকে ব্যাপক চাপ দিয়ে তাদের নাম ব্যবহার করছে সরকারি দল। বিএনপি বাস মালিক পক্ষকে লিখিতভাবে আশ্বস্ত করেছে তাদের দাবিতে বিএনপি নীতিগতভাবে সমর্থন করে। ৪-৫ নভেম্বর ধর্মঘটের ডাক দেওয়া থেকে বিরত থাকতে তাদের অনুরোধ জানানো হয়েছে, যোগ করেন তিনি। 

তিনি বলেন, 'এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগ তার অতি পরিচিত ফ্যাসিস্ট বাকশালি ভাবধারার ঘৃণ্য চরিত্রকেই সবার সামনে উন্মোচন করেছে।'

'বরিশালের বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভায় হামলা করা হচ্ছে' উল্লেখ করে সেলিমা রহমান আরও বলেন, 'কোনো বাধাই গনসমাবেশকে আটকে রাখতে পারবে না। বরিশাল জনসমুদ্রের নগরীতে পরিণত হবে ৫ নভেম্বর। খাল নদী থেকে সাধারণ মানুষ সাঁতরে গনসমাবেশে যোগ দেবে।' 

তিনি বলেন, 'বরিশালে বিভাগীয় সমাবেশ খালেদা জিয়া বা তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করার আন্দোলন নয়। এটা জনগণের স্বার্থের আন্দোলন।' 

এ সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, 'ভোলার চরফ্যাশনে আমাদের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনা বরিশালের সব জায়গায় ঘটছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রশাসনের সমন্বয়ে বিএনপিকে দমানোর প্রয়াস চালাচ্ছে।'

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেন, 'চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের গণসমাবেশগুলো বাধাগ্রস্ত করতে সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ।'

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladeshi migrants in malaysia: Dhaka’s uphill battle to break syndicate chains

Now, as Malaysia prepares to begin fresh labour recruitments, opening the market to Bangladeshis and ensuring migrants' rights will figure high in the upcoming meetings.

13h ago