কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার, সম্পাদক রিফাত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার ও আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার ও আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত এই সম্মেলন থেকে নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এবার নতুন সভাপতি-সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে তা অনুমোদনের জন্য আওয়ামীগ সভাপতির কাছে পাঠাবেন।

আজ শনিবার সকাল ১১টায় শুরু হওয়া এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন।

 

Comments