বিএনপিকে আমরা বাধা দেই না-তারা মনে করে: কাদের

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দেয় না বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করে বাধা দেওয়া হচ্ছে।
Obaidul Quader
ওবায়দুল কাদের। ফাইল ফটো

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দেয় না বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করে বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন শুনলে বাস মালিকরা ভয় পায়। তারা বাস বন্ধ করে দেয়। এতে আমাদের হাত নেই।

আজ রোববার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, তারা (বিএনপি) উন্নয়ন করছে আর আমরা নাকি দুর্ভিক্ষ এনেছি। এটা শুনে মনে হলো শতাব্দির সেরা জোক। সেফ এক্সিট হবে নির্বাচন। আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন, নির্বাচনেই সিদ্ধান্ত হবে, জনগণ রায় দেবে সেফ এক্সিট কারা কারা নেবে। কারা ক্ষমতায় আসবে। এটা জনগণই নির্ধারণ করবে আগামী নির্বাচনে।

তিনি আরও বলেন, রাজপথে আন্দোলন হবে, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো কিন্তু সরকার পরিবর্তনের একমাত্র ব্যবস্থা হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হতে পারে, অন্য কোনো উপায়ে না। শেখ হাসিনার সরকার কতটা উদার, তাদের আজ সভা-সমাবেশ করতে দিচ্ছে। তারা লন্ডনের ফরমায়েশে চলছে। তারপরও তারা সারা দেশে সভা-সমাবেশ করছে। আওয়ামী লীগ কোথাও তাদের বাধা দিচ্ছে না।

আওয়ামী লীগ রুটিন ওয়ার্ক আগামী নির্বাচন এবং ডিসেম্বরে জাতীয় সম্মেলনকে সামনে রেখে করছে। বিএনপিকে আমরা কোনো বাধা দিই না-তারা মনে করে। যেহেতু অগ্নি সন্ত্রাস তারা করেছে, পরিবহন মালিক-শ্রমিকরা ভয় পায়। বিএনপির আন্দোলন শুনলেই পরিবহন মালিকরা ভয় পায়। তারা বাস বন্ধ করে দেয়। এতে আমাদের হাত নেই। তারা তো সরকারের বিরুদ্ধেও আন্দোলন করেছে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে, বলেন তিনি।

Comments