চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর

চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে বন্দরনগরীতে আওয়ামী লীগের এক যৌথ প্রতিনিধি সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ তারিখ ঘোষণা করেন।

নগরীর একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্মেলনের কথা জানান।

নগরীর পলোগ্রাউন্ডে আগামী ৪ ডিসেম্বর দলীয় সমাবেশ সফল করতে আজকের সভার আয়োজন করা হয়। দলীয় সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, 'আগামী ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। তবে সেদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী চট্টগ্রামে জনসভা করার আগ্রহ প্রকাশ করেছেন। তাই ওইদিন সম্মেলন হচ্ছে না। পরে নেত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি আমাকে ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দেন।'

তিনি বলেন, 'পলোগ্রাউন্ডে সমাবেশের প্রস্তুতি ছাড়াও ইউনিট, ওয়ার্ড ও থানা ইউনিটের সম্মেলনও চলবে। সবকিছু একসঙ্গে চলবে। সবকিছু শেষ করে আমরা আশা করি ১৮ ডিসেম্বর একটি সুষ্ঠু ও সুন্দর কাউন্সিল আয়োজন করতে পারব।'

৪ ডিসেম্বরের সমাবেশ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটিই হবে করোনা মহামারি পরবর্তী পরিস্থিতিতে প্রথম জনসভা যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।'

Comments

The Daily Star  | English

Tax corruption key barrier to business growth: CPD survey

Corruption among tax officials has emerged as the single biggest barrier to business growth, according to a survey by local think tank Centre for Policy Dialogue (CPD).

1h ago