কাল সকাল থেকে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবে: ফরিদপুর আ. লীগ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে কেউ সন্ত্রাস নৈরাজ্য করার চেষ্টা করলে আমরা তার দাঁতভাঙা জবাব দেবো।’
শুক্রবার আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন, 'আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে কেউ সন্ত্রাস নৈরাজ্য করার চেষ্টা করলে আমরা তার দাঁতভাঙা জবাব দেবো।'

'১২ নভেম্বর সকাল থেকে শেখ রাসেল স্কোয়ারে আমরা সতর্ক অবস্থায় থাকব,' বলেন তিনি।

আগামীকাল শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে আজ শুক্রবার 'বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ' আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা। 

এ বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এসব কথা বলেন।

বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা ঢাকা থেকে এখান থেকে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে সেজেগুজে এসেছেন। এসে বলছেন আপনাদের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হয়েছে। ফরিদপুরের কোথাও আপনাদের ব্যানার ফেস্টুন ছেড়া হয়নি।'

'প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের সমাবেশকে সফল করতে সহযোগিতা করছি,' বলেন তিনি।

শামীম হক আরও বলেন, 'আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শেখ হাসিনার সৈনিক, আপনাদের মিছিল সমাবেশকে আমরা বাধাগ্রস্ত করছি না। আপনাদের শেষবারের মতো বলছি, আর কোনো নৈরাজ্য করার পায়তারা করার চেষ্টা করবেন না। আর যদি কিছু করেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার কর্মীরা আপনাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত।'

বিএনপির গণসমাবেশে আগতদের 'অতিথি' হিসেবে আখ্যায়িত করে শামীম হক বলেন,  'আপনারা অতিথি, আপনারা আসেন, মিছিল করেন, মিটিং করেন কিন্তু কোনো নৈরাজ্য করার চেষ্টা করবেন না।'  

বিএনপির নেতাদের প্রতি তিনি বলেন, 'যাই হোক আপনারা আমার ভাই, আমার বন্ধু, আমরা এই শহরেই থাকি, আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই। কিন্তু বিভিন্ন জেলা থেকে কিছু লোক এনে কোনো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেবেন না।'

'আমরা একসঙ্গে আছি এবং একসঙ্গে থাকতে চাই,' যোগ করেন তিনি।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শহরের হাসিবুল হাসান লবলু সড়কে শেখ রাসেল স্কয়ার থেকে আওয়ামী লীগ মিছিল শুরু করে। মিছিলটি আলীপুর মোড় হয়ে মুজিব সড়ক ধরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে যায়।

Comments