পাঁচবিবিতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে ককটেল বিস্ফোরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে উপস্থিত নেতাকর্মীরা সম্মেলনস্থল ত্যাগ করেন। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন উদ্বোধনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকালে মঞ্চের পেছন থেকে ছোঁড়া ককটেল বিস্ফোরণ হলে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। 

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় সম্মেলনস্থল থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির একটি পদবঞ্চিত গ্রুপ সম্মেলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তবে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

তবে পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম ডেইলি স্টারকে বলেন, 'আমরা সম্মেলন শুরু করার মুহূর্তে দুর্বৃত্তরা মঞ্চের পেছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় নেতাকর্মীরা ভয়ে সভাস্থল ছেড়ে যান।'

তবে পরে পাড়ইল গ্রামে সবাই সংঘটিত হয়ে সম্মেলনের কাজ শেষ করা হয় বলে জানান তিনি।

মঞ্চের পেছন থেকে ছোঁড়া ককটেল বিস্ফোরণে পণ্ড হয়ে যায় সম্মেলন। ছবি: সংগৃহীত

এদিকে, গতকাল জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় নাশকতার পরিকল্পনার সময় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মহিদুল ইসলাম রাজিবসহ ৪ যুবদল কর্মীকে ১০টি ককটেলসহ আটক করেছে পুলিশ। 

আটককৃতরা বাকিরা হলেন- যুবদল কর্মী শামীম হোসেন, নুর মোহাম্মদ টিটো ও শফিকুল ইসলাম। 

আজ শনিবার জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে জেলা যুবদল নেতা মহিদুল ইসলাম রাজিবের শান্তিনগর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।'

আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Comments