আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

​​​​​​​বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।'
রোববার প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।'

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আজ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই খারাপ সময়ের মধ্যে কেউ কথাও বলতে পারে না। পেশাজীবী যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে। দেখেন কতটা দুর্বল, মানুষের ওপরে আস্থা হারিয়ে ফেলেছে সরকার।'

'এখন তারা পিনাকী ভট্টাচার্য, মুশফিকুল ফজল আনসারী...প্রবাসী যারা আছেন তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করছে,' বলেন তিনি।

তিনি বলেন, 'প্রকৃতপক্ষে এই সরকারের পায়ের নিচে এখন মাটি নেই। প্রকৃত পক্ষে এরা সম্পূর্ণভাবে একটা গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, যারা অতীতে সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছে সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'তারা (আওয়ামী লীগ) একেবারে মানুষের ভাষাগুলো বুঝতে পারছে না, তারা মানুষের চোখের ভাষা বুঝতে পারছে না। এমন ভাষায় কথা বলে যে, এটা একটা রাজত্ব, কিংডম, মনার্ক।'

'বাংলাদেশ মনার্কি না, এই দেশ একটা প্রজাতন্ত্র' উল্লেখ করে তিনি বলেন, 'এদেশ আমরা যুদ্ধ করে, লড়াই করে বুকের রক্ত দিয়ে অর্জন করেছি। এখানে প্রতিটি মানুষের অধিকার আছে রাজনীতি করার, সেই সুবাদে জনগণ রাষ্ট্রের মালিক। সেই জায়গাটা তারা দখলে নিতে চায়। দুটি জিনিস তাদের বডি কেমিস্ট্রিতে আছে। একটা হচ্ছে সন্ত্রাসী বা সব কিছু ভয় দেখিয়ে মেরেকেটে নিয়ে যেতে চায়। আরেকটা হচ্ছে লুট, লুটেরা সব চুরি করতে চায়।'

ক্ষমতাসীনদের দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, 'আমাদের এখানে চিকিৎসকরা আছেন উনারা ভালো জানেন স্বাস্থ্যখাতের কী অবস্থা? স্বাস্থ্যখাত ভেঙে গেছে। হাসপাতাল তো নেই। কয়েকদিন আগে ডেইলি স্টারে বড় করে বেরিয়েছিল যে, হাসপাতালে গেলে এখন মরার কথা চিন্তা করতে হয়। কিছু মনে করবেন না, দ্যাটস দ্য ট্রুথ। আবার বড় বড় গলায় বলে যে, আমরা করোনা জয় করেছি। করোনা এমন জয় করেছে যে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।'

'এখানে সাবেক উপ-উপাচার্য স্যার আছেন। উনারা ভালো জানেন শিক্ষাখাতের কী অবস্থা? কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও শিক্ষা আছে বলে তো আমার কাছে মনে হয় না,' যোগ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এটুকু আমি বলতে চাই, আপনারা ধৈর্য রাখবেন, সাহস রাখবেন, সঠিক পথে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের সবার মনে রাখতে হবে যে, আমরা এরশাদের স্বৈরাচারের সঙ্গে লড়াই করছি না। আমরা আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে লড়াই করছি। সুতরাং প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ আমাদের খুব হিসাব করে নিতে হবে।'

তিনি বলেন, 'তারেক সাহেবের নেতৃত্বে যৌথভাবে সামগ্রিকভাবে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আমি দলের মহাসচিব যা কিছুই আমরা করি আমরা পুরোপুরিভাবে সব দায়িত্ব নিয়ে করি এবং সেটা তারেক সাহেবের নেতৃত্বের নির্দেশে করি।'

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়ার নিহতের ঘটনার নিন্দা জানিয়ে এ জন্য সরকারকে জবাবদিহি করতে হবে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

Comments