সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর এলাকার ১নং ওয়ার্ডের মৃদুলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর এলাকার ১নং ওয়ার্ডের মৃদুলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. ইউসুফ খান (৩৫) উপজেলার নুনাছড়া বটতলা এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, 'নিহত ইউসুফ যুবলীগকর্মী ছিলেন। হোটেলে বসে থাকা অবস্থায় তিন যুবকে এসে তাকে কুপিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।'

'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ আমরা এখনো জানতে পারিনি,' বলেন তিনি।

নিহতের মরদেহ ময়নাতদনন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউসুফ বালু, খোয়া ও সিমেন্টের ব্যবসা করতেন।

Comments