পাবনায় নাশকতার অভিযোগে বিএনপির ১৫০ নেতাকর্মীর নামে মামলা

পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনায় নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  

রোববার ৭ জনের নাম উল্লেখ ও বাকিদের অজ্ঞাত আসামি করে মামলা হলেও সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাবনা শহরের খেয়াঘাট রোড এলাকায় রোববার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।'

মামলায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাবেক সম্পাদক তসলিম হাসান সুইটসহ ৭ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে ওসি।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্র দলের সাবেক সম্পাদক তসলিম হাসান সুইট ডেইলি স্টারকে বলেন, 'এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। আগামি ৩ ডিসেম্বর রাজশাহীর সমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা যখন প্রস্তুতি নিচ্ছে তখন হয়রানি করার জন্য এ ধরনের মামলা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Yunus leaves Dhaka for Ctg on first visit as chief adviser

Prof Yunus departed Hazrat Shahjalal International Airport at 8:45am

23m ago