রাজনীতি

সাবধান হয়ে যান: সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মিনু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা বেআইনিভাবে রাজশাহীতে বিএনপির ৩ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে উঠেপড়ে লেগেছে।’
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনুসহ বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, 'কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা বেআইনিভাবে রাজশাহীতে বিএনপির ৩ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে উঠেপড়ে লেগেছে।'

তিনি এই কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'আপনারা সাবধান হয়ে যান। আমরা আপনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করবো।'

আজ বৃহস্পতিবার রাজশাহী শহরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, পুলিশি হয়রানি, হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মিনু বলেন, 'আমরা জানি বাধা সত্ত্বেও কীভাবে সমাবেশ সফল করতে হয়।' সরকারের শুভবুদ্ধির উদয় হবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, 'আমরা আশা করবো, বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনে বাধা দেওয়ার ক্ষেত্রে সরকার বিরত থাকবে।'

সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সরকারি কর্মকর্তাদের কাছে প্রশ্ন রেখে বলেন, 'আওয়ামী লীগের সময় শেষ। আপনারা কেন জনগনের বিরুদ্ধে গিয়ে এই অবৈধ সরকারকে সাহায্য করছেন?'

বিএনপির এই কেন্দ্রীয় নেতার দাবি, গতকাল বুধবার রাত পর্যন্ত রাজশাহী বিভাগের ৬৬ থানার মধ্যে ৪৪টি থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাসহ অন্তত ১০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, 'যেসব পুলিশ কর্মকর্তা বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে।'

 

Comments