বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে আ. লীগের মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০ জনের নাম উল্লেখসহ বিএনপির ১৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। 
স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের রায়গঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০ জনের নাম উল্লেখসহ বিএনপির ১৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। 

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের ৩ দিন আগে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। 

তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য জুয়েল আকন্দ বাদী হয়ে পৌর ইউনিট বিএনপির আহ্বায়ক আইনুল হক, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মঙ্গলবার রাতে রায়গঞ্জ থানায় মামলাটি দায়ের করে।'

মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে ধানগরা চৌরাস্তার দলীয় কার্যালয়ে বসে থাকার সময় ৭টার দিকে আসামিরা তাদের দলীয় কার্যালয় লক্ষ্য করে অতর্কিত ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ২ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। 

এদিকে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশের ৩ দিন আগে মামলা দায়ের করায় ক্ষোভ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানিয়েছে, হয়রানি করার জন্য এ ধরনের মামলা করা হয়েছে।
 

Comments