বিএনপি নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত বদলাবে, প্রত্যাশা আইজিপির

পুলিশ মহাপরিদর্শক
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

বিএনপি নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গণসমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, আশা করি আমরা যেখানে অনুমতি দিয়েছি সেখানেই তারা করবেন। আমরা এটা বিশ্বাস করি।

তিনি বলেন, এখনো সময় আছে, আমরা অপেক্ষা করছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার উনারা যে অভিযোগ দিয়েছেন, আমাদের জানা মতে এ রকম নেই। আমরা এটা খতিয়ে দেখছি।

গত ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

2h ago