পলোগ্রাউন্ডের সমাবেশে যাওয়ার পথে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে যাওয়ার পথে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে যাওয়ার পথে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মৃত মো. জহিরুল ইসলাম বাঁচা মিয়া (৫০) চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল ইসলাম আশেক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থ অবস্থায় জহিরুল ইসলামকে হাসপাতালে আনা ব্যক্তিরা জানান, তিনি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সমাবেশে যোগ দিতে আসছিলেন। পথে সদরঘাট থানার শাজাহান হোটেলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments