পুরান ঢাকায় ইশরাকের ওপর ‘ছাত্রলীগের’ হামলা, গাড়ি ভাঙচুর

পুরান ঢাকায় লিফলেট বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে বিএনপি নেতা ইশরাক হোসেনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ভাঙচুরের পর বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুরান ঢাকায় লিফলেট বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে বিএনপি নেতা ইশরাক হোসেনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ইশরাকের অভিযোগ, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের সমর্থনে লিফলেট বিতরণকালে রড ও লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা এই হামলা চালায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ইশরাক বলেন, 'তাদের মধ্যে অন্তত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

হামলার পর ইশরাক সাংবাদিকদের বলেন, 'ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকে মারধরের পাশাপাশি আমার গাড়িও ভাঙচুর করেছে।'

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ইশরাক আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।'

Comments