ইশরাককে মেয়র ঘোষণা: গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর আদেশ পিছিয়ে আগামীকাল

ফাইল ছবি

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের ঘোষণা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর আদেশ ঘোষণার সময় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

গতকাল হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আজ দুপুর সাড়ে ১২টায় এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। তবে, ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল এবং রিটকারী মোহাম্মদ হোসেনের আইনজীবীর বাড়তি যুক্তি-তর্ক উপস্থাপনের পর বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ নতুন এ সময় দেন।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত মেয়র ঘোষণা করেন এবং ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

ডিএসসিসির বাসিন্দা মামুনুর রশীদ ১৪ মে হাইকোর্টে রিট করে ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করেন।

তিনি রিট আবেদনে বলেন, ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং তাড়াহুড়ো করে এই রায় দিয়েছে।

রিটে তিনি আরও উল্লেখ করেন, ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট দেওয়ার আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি। যেহেতু মেয়রের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং একটি অধ্যাদেশের মাধ্যমে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে, তাই ট্রাইব্যুনালের এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল না।

হাইকোর্টে মঙ্গলবার রিটের শুনানির সময় ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং তাকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবি জানান। বিষয়টি এখনো বিচারাধীন থাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে এবং আজও ইশরাকের সমর্থকরা তাদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

 

Comments

The Daily Star  | English
Can monetary policy rescue the economy?

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

7h ago