‘বিএনপির সমাবেশে বাধা দিয়ে সরকার দেশের নাগরিকদের কষ্ট দিয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির সমাবেশে বাধা দিয়ে সরকার দেশের নাগরিকদের কষ্ট দিয়েছে।
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির সমাবেশে বাধা দিয়ে সরকার দেশের নাগরিকদের কষ্ট দিয়েছে।

আজ রোববার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, ও শাহীন শওকত।

এ সময় নজরুল ইসলাম খান বলেন, 'সরকারের আচরণ ছিল অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী। সরকার আমাদের সহকর্মীদের যে অবর্ণনীয় কষ্ট দিলেন, এজন্য আমরা তাদের অভিযুক্ত করছি। আমি বলছি, তারাও এ দেশের নাগরিক। তারা যদি নিজেদের সরকার বলে দাবি করেন, তাহলে তারা তাদেরও সরকার, যাদেরকে কষ্ট দিলেন তাদেরও সরকার। সরকার হিসেবে নাগরিকদের কষ্ট দেওয়ার অধিকার তাদের নেই। কিন্তু তারা সেটা করেছেন।'

'রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেমন তারা কষ্ট দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে,' যোগ করেন তিনি।

'প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে' উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, 'আমি বহু বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। সামরিক শাসন দেখেছি, সেনা সমর্থিত সরকার দেখেছি, একদলীয় সরকার দেখেছি, কয়েক রকমের গণতান্ত্রিক সরকার দেখেছি। কিন্তু গত কয়েক বছর ধরে যা দেখছি, সে অভিজ্ঞতা আমাদের কখনোই কারোর ছিল না।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, 'তিনি বলেছিলেন রাজশাহীতে বিএনপির সমাবেশের সময় কোনো ধর্মঘট হবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে ৩ দিন কোনো ধরনের যানবাহন চলতে পারে নাই। যে দাবিতে ধর্মঘট হলো সেই দাবি আদায় ছাড়াই ধর্মঘট শেষ হয়ে গেল। বিএনপির সমাবেশে শেষ হওয়ামাত্র ধর্মঘট প্রত্যাহার করা হলো। এই রসিকতা সাধারণ মানুষ বোঝে।'

'এত বাধা সৃষ্টি করে ও বিএনপি কর্মীদের থামানো যায়নি, তারা পায়ে হেঁটে নদী সাঁতরে সমাবেশে এসেছেন। ধর্মঘট ডেকে ছিল পরিবহন মালিকরা, কিন্তু মাঠে ধর্মঘট বাস্তবায়ন করেছে পুলিশ। তারা বিএনপি কর্মীদের বাস থেকে নামিয়ে দিয়েছে, ফেরত পাঠিয়েছে,' যোগ করেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, 'যারা জনসমাবেশ আসতে পেরেছে আমরা শুধু তাদের সমর্থন পাইনি, যারা আসতে পারেননি তারা ক্ষুব্ধ হয়েছে এবং আমাদের প্রতি তাদের সমর্থন আরও দৃঢ় হয়েছে। সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতাকর্মীরা এসে একসঙ্গে থেকেছেন, একে অপরের সঙ্গে মতবিনিময় করেছেন একে অপরকে জানার সুযোগ পেয়েছেন। সাংগঠনিক অবস্থা সম্পর্কে নিজেদের মতামত বিনিময় করেছেন।'

'এতে আমাদের একটা সাংগঠনিক বড় অর্জন হয়েছে। এটা সরকার ইচ্ছে করে আমাদেরকে সুযোগ করে দিয়েছে তা নয়, আমাদের ক্ষতি করতে গিয়ে সরকার আমাদের লাভ করে দিয়েছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
IMF lowers Bangladesh’s economic growth

IMF calls for smaller budget amid low revenue receipts

The IMF mission suggested that the upcoming budget, which will be unveiled in the first week of June, should be smaller than the projection, citing a low revenue collection, according to a number of finance ministry officials who attended the meeting.

35m ago