গোলাপবাগ মাঠে আগামীকাল সকাল ১১টায় সমাবেশ শুরু: খন্দকার মোশাররফ

আগামীকাল সকাল ১১টায় গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামীকাল সকাল ১১টায় গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, 'গতকাল রাতে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে গ্রেপ্তার করে।'

এর নিন্দা জানিয়ে তিনি বলেন, 'তারাসহ এই সমাবেশকে কেন্দ্র করে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।'

আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ গোলাপবাগ মাঠে আয়োজনের অনুমতি পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, 'আগামীকাল আমরা গোলাপবাগ মাঠে সকাল ১১টায় ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করব।'

'আমাদের সব নেতা-কর্মী-সমর্থক এবং আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা থাকবেন বিশেষ করে ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাই,' যোগ করেন তিনি।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে মাঠে র‍্যাবের একটি দল মাঠে প্রবেশ করে মাঠ পরিদর্শন করে। শতাধিক র‍্যাব সদস্য মাঠের বিভিন্ন অংশে গিয়ে পর্যবেক্ষণ করে।

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে একটি দল মাঠ পরিদর্শনে যায়। 

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

3h ago