কক্সবাজারে বুধবার প্রধানমন্ত্রীর জনসভা, তোলা হবে বিশ্ববিদ্যালয়সহ ১১ দাবি

প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে সোমবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আগামী বুধবার কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১১ দাবি উত্থাপন করেছে কক্সবাজার জেল আওয়ামী লীগ। ওইদিনের জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আজ সোমবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী ২০১৭ সালের ৬ মে সর্বশেষ কক্সবাজারে এসে কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার আলোকে কক্সবাজারে চলছে ৩ লাখ কোটি টাকার ৪০টি মেগাপ্রকল্প। যার সুফল পাচ্ছেন কক্সবাজারসহ দেশবাসী। 

এর মধ্যে এবার নতুন করে কক্সবাজারবাসীর পক্ষে আরও ১১টি দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দাবিগুলো হলো-কক্সবাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সংযুক্তিকরণ, কক্সবাজারের সঙ্গে মহেশখালী উপজেলার সংযোগ সেতু ও বাঁকখালী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, কুতুবদিয়া-মগনামার মধ্যে ফেরি সার্ভিস চালু করা, কক্সবাজার পর্যটন গবেষণা ইনস্টিটিউট, ৪ লেনের মেরিন ড্রাইভ, ৬ লেনের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক, কক্সবাজার সিটি করপোরেশন, কক্সবাজার সিটি কলেজকে সরকারিকরণ, মাতামুহুরী উপজেলা ঘোষণা, উচ্ছেদকৃত ঝিনুক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের পুনর্বাসন ও স্থায়ী আধুনিক ঝিনুক মার্কেট নির্মাণ।

লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

তিনি বলেন, '৭ ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন। এবারের জনসভাটি কক্সবাজারবাসী কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে নিয়েছে। এখানে ৫ লাখ জনসমাবেশ হবে। শুধু স্টেডিয়াম না পুরো কক্সবাজার শহর জনসমুদ্রে পরিণত হবে। এর জন্য সব প্রস্তুতি শেষ।'

বুধবার উখিয়ার ইনানীতে বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়িয়ে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশগ্রহণ শেষে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে লাবণী পয়েন্টে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের জেলা সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক ও জাফর আলম, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন ও হাসান জাহিদ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

3h ago