বিএনপির সমাবেশ: গোলাপবাগে দ্রুতগতির ইন্টারনেট বন্ধের নির্দেশ

মোবাইলে ফোরজি ইন্টারনেট চালু

রাজধানীর গোলাপবাগ মাঠ এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোকে ওই এলাকায় ইন্টারনেট সেবা ফোর–জির বদলে টু–জিতে নামিয়ে আনতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হবে।

শুক্রবার রাতে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, আগামীকাল সকাল ১১টা থেকে গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে।

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

2h ago