জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ মঙ্গলবার সকালে সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'
সূত্র জানিয়েছে, এদিন ভোররাত ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাদা পোশাকে পুলিশের একটি দল তাকে আটক করে।
এর আগে সিটিসিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করে দেখা হবে।
শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরী নতুন এই জঙ্গি সংগঠনের সিলেট আঞ্চলের সমন্বয়ক বলেও জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ১১ নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানিয়েছিলেন, আমরা রাফাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো এবং জানার চেষ্টা করবো নতুন এই জঙ্গি সংগঠনের তার বাবার কোনো সংশ্লিষ্টতা আছে কি না।
গত বুধবার সিটিটিসির একটি দল রাফাত এবং তার এক সহযোগী আরিফ ফাহিম সিদ্দিকীকে সিলেট থেকে গ্রেপ্তার করে। ঢাকার একটি আদালতে তোলা হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনসার আল ইসলামের গ্রেপ্তারের পরে রাফাতের নাম উঠে আসে।
Comments