জোটে ছিলাম, জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম না: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

জামায়াতের সঙ্গে এমন কোনো দূরত্ব আসেনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম।

আজ শুক্রবার সকালে সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন দল ও জোটের সঙ্গে আপনারা বৈঠক করছেন। জামায়াতও আপনাদের সঙ্গে ছিল। তাদের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, 'জামায়াতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না।'

তিনি বলেন, 'জোটে ছিলাম আমরা কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি, আর জামায়াতের সব কর্মসূচি এক রকম ছিল না।'

'তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করব, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে,' যোগ করেন তিনি।

সম্প্রতি জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে। এই দূরত্ব কমাতে বিএনপি কোনো উদ্যোগ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এমন কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে—আমরাও বলি।'

'কিন্তু যদি কেউ কখনো বলে আরকি যে, শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবোই, ভাই কথাটা ঠিক না; আমরা সবাই দেশপ্রেমিক।'

'আমরা আশা করব, এ রকম কথা কেউ না বলুক,' যোগ করেন তিনি।

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তীকালীন সরকারকে ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Jagannath Oikyo has declared the university indefinitely closed

6m ago