ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান করেন। ধ্বংস স্তূপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়ান।

ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরের মধ্যে তিনি সবচেয়ে সাহসী, জনপ্রিয়, দক্ষ প্রশাসক, কূটনীতিক। তিনি সংকট মোকাবিলার ম্যানেজার। রাত জেগে সারাদিন তিনি দেশের মানুষের জন্য কাজ করেন।

আজ শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৩ নভেম্বরের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। বিএনপি ১০ তারিখে পারেনি। অশ্ব ডিম্ব। ৩০ তারিখে পারলে ঘোড়ার ডিম পারবে। আছে সম্ভাবনা? আওয়ামী লীগ প্রস্তুত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মোকাবিলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে, হবে খেলা ভোটচুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচার বিরুদ্ধে খেলা হবে।

আমাদের সকলের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিশ্বাসের জায়গা শেখ হাসিনা। সন্ত্রাস রুখতে, জঙ্গিবাদকে রুখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তার কোনো বিকল্প নেই, তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago