নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি
বিএনপির ডাকা গণমিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দৃশ্য দেখা গেছে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি নিয়ে আজ দুপুর ২টায় বিএনপি গণমিছিলে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।

বিএনপি
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা। ছবি: মুন্তাকিম সাদ/স্টার

সরেজমিনে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন।

সেসময় তারা দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments