আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন যারা

আওয়ামী লীগের প্রার্থী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদের ২৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদের সংখ্যা ২৮।

আজ রোববার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের এদের নাম ঘোষণা করেন।

তারা হলেন, আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, আখতার জাহান, মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, নির্মল কুমার চ্যাটার্জি, তারিখ সুজাত।

নতুন ঘোষণা দেওয়া ২৭ নামের মধ্যে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত, নির্মল কুমার চ্যাটার্জি ও তারিক সুজাত।

আর গত কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবুল আউয়াল শামীমকে এবার আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় কমিটিতে ২১ জনকে মনোনীত করেছেন। তারা হলেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মশিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ুন, মির্জা এম এ জলিল, রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান সিরাজ, আকবর আলী মর্জি, শাহজাহান কামাল, আনিসুল হক, অধ্যক্ষ মতিউর রহমান, চন্ডি চরণ পাল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, হারুনুর রশীদ, জাহিদ মালেক স্বপন, মঞ্জুরুল হক লাবলু, বলরাম পোদ্দার, অধ্যক্ষ জোবায়েদা খাতুন পারুল, আবদুল্লাহ আল মামুন তোফাজ্জল।

নতুন উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন হারুনুর রশীদ, আব্দুল মান্নান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেছা। চার সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে।

আর গত কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে কেন্দ্রীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।

রংপুর মহানগর ও জেলা কমিটি বিলুপ্ত

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগের কাউন্সিলে দেওয়া দায়িত্ব মোতাবেক দলীয় সভাপতি শেখ হাসিনা রংপুর মহানগর ও রংপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এখানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রংপুর মহানগরের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে ডা. দেলোয়ার হোসেন ও আবুল কাশেম। রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম সাদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী।

 

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago