মঞ্চ ভেঙে পড়ে যাওয়ার পর যা বললেন ওবায়দুল কাদের

ছবি: ভিডিও থেকে নেওয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নাই। কর্মী উৎপাদনের কারখানা দরকার, সেটাই হোক ছাত্রলীগ।

আজ শুক্রবার অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এর আগে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে তিনিসহ অন্যরা পড়ে যান।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম এই ক্যাম্পাসে, মধুর ক্যান্টিনের সামনে। সেদিনও আমরা হামলায় আহত হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিল অনেকে, গুরুতর হয়েছে অনেকে, অনেকের হাসপাতালে যেতে হয়েছে। আজ স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার।

তিনি বলেন, তবে আমি বলবো এই যে নেতাদের মঞ্চে উঠা, এত নেতা আমাদের দরকার নাই। আমাদের আরও কর্মী দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এত নেতা আমাদের দরকার নাই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের থেকে মঞ্চে লোক বেশি। কেন? এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নাই। কর্মী উৎপাদনের কারখানা দরকার, সেটাই হোক ছাত্রলীগ।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

7h ago