গণ-অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির অনুমতি পেল বিএনপি

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ–অবস্থান কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পেয়েছে বিএনপি।
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পেয়েছে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে এই অবস্থান কর্মসূচি পালন করবেন।

আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের জন্য সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সারাদেশে এই কর্মসূচি পালন করবে বিএনপি।

Comments