গণ-অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির অনুমতি পেল বিএনপি
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পেয়েছে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে এই অবস্থান কর্মসূচি পালন করবেন।
আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের জন্য সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সারাদেশে এই কর্মসূচি পালন করবে বিএনপি।
Comments