খুলনায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি নেতারা

আজ বুধবার সকালে মিছিল নিয়ে কে ডি রোডে দলীয় কার্যালয়ে যাচ্ছেন খুলনার বিএনপি নেতাকর্মীরা। ছবি: হাবিবুর রহমান/স্টার

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছেন খুলনার বিএনপি নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন।

আজ বুধবার সকালে খুলনা রেলওয়ে স্টেশনের সামনে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী। ছবি: হাবিবুর রহমান/স্টার

গত ডিসেম্বর বিএনপির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে।

খুলনা নগর বিএনপি আহ্বায়ক শফিকুল আলম মনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে গণঅবস্থান নেব আমরা। কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আমাদের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।'

তিনি বলেন, 'সকালে খুলনা মহানগর, জেলা-উপজেলা এবং পাশের জেলাগুলো থেকে হাজারো নেতাকর্মী খুলনা রেলওয়ে স্টেশনে জড়ো হন। আমাদের এই কর্মসূচি শন্তিপূর্ণ হবে। আমরা প্রত্যাশা করবো, প্রশাসন কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না।'

Comments

The Daily Star  | English

Under pressure, UK govt unveils flagship immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

51m ago