নরসিংদীতে পুলিশি বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ কর্মসূচি

নরসিংদীর রায়পুরায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নরসিংদী, বিএনপি,
বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বিএনপির। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, 'আজ সোমবার দুপুর ৩টার দিকে পৌর এলাকায় মেথিকান্দা রেলস্টেশনের পাশে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিলটি বের হয়। তবে, পুলিশ বাধা দিলে তা পণ্ড হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'অবৈধ ভোট চোর সরকার জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দিয়ে স্বৈরচারী আচরণ করছে। আমরা সাধারণ জনগণের কথা বিবেচনা করে মাঠে নেমেছি। কিন্তু, ফ্যাসিবাদী হাসিনা সরকার পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে আজ জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মেথিকান্দি এলাকায় পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। পরে, বিক্ষোভ মিছিল না করে ফিরে আসতে হয়েছে।'

তবে, এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কাউকে বাঁধা দেয়নি। তবে, মেথিকান্দি এলাকায় রাস্তা ব্লক করে কিছু মানুষ হট্টগোল করার চেষ্টা করেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।'

Comments