‘এতই যদি উন্নয়ন করে থাকেন, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান কেন’

শুক্রবার বিকেলে চিরিরবন্দরে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছে। কিন্তু দেশের মানুষ তো কোনো উন্নয়ন দেখে না। আর এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে সত্যিকারের অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?'

আজ শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দরে এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'আমরা জানি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত, তাই তারা ভয় পায়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।'

তিনি আরও বলেন, 'আমরা ১০ দফা দাবি দিয়েছি। প্রথম দফায় বলেছি আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে।'

বিএনপির মহাসচিব বলেন, 'বিএনপি সমাবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয় না। সমাবেশ করার নামে নাকি নাশকতা করে দলের নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা সরকারের বিরুদ্ধে সমগ্র দেশের মানুষ এখন জেগে উঠেছে।'

'এখনো সময় আছে নিরাপদে সরে যান। না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত,' বলেন তিনি। 

চিরিরবন্দরে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিরিরবন্দর ও খানসামা উপজেলা শাখার আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবর রহমান শাহ্, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী  প্রমুখ।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

53m ago