‘দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান’

কাদের
আজ বুধবার দুপুরে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের | ছবি: পলাশ খান/স্টার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান।'

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির কথা লোকে আর বিশ্বাস করে না।'

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, 'বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়, বাকশাল হচ্ছে জাতীয় দল। এটা একদল নয়, সব দল-সব মতকে নিয়ে বাকশাল।'

'লজ্জা করে না! জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন, ডকুমেন্ট আছে। আপনাদের প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে বাকশালে যোগ দেন, সেই বাকশালকে আপনি একদল বলছেন,' মির্জা ফখরুলের উদ্দেশে বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, 'কৃষক শ্রমিক আওয়ামী লীগ; সারের দাবি করা কৃষকদের আপনারা গুলি করে মেরেছিলেন, কৃষক আপনাদের পছন্দ না। শ্রমিক আন্দোলন করেছিল মজুরির দাবিতে। শ্রমিকদের আপনারা রোজার মাসে গুলি করে হত্যা করেছিলেন। শ্রমিক আপনাদের পছন্দ না। কাজেই কৃষক-শ্রমিকের কোনো প্রতিষ্ঠান আপনাদের পছন্দ নয়। এই নাম শুনলেই আপনাদের অন্তরজ্বালা হয়।'

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশাহারা মন্তব্য করে তিনি বলেন, 'খেলা তো এখনো শুরু করিনি, মাত্র সূচনা। খেলা যখন হবে কোথায় যাবে এই গণজোয়ার! এখন নেতাকর্মীরা আছে, জনগণ নাই। পাবলিক ভালো আছে, বিএনপির মন খারাপ।'

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

31m ago