নরসিংদীতে বিএনপি নেতা খোকনের গাড়ি বহরে হামলা, আহত ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জেলা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ৪ জন ছাত্রদল নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে নরসিংদীর শিবপুর থানার ইটাখলা মোড়ে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

আহতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সোহেল ওরফে শুভ (২৭), সাকিব আহমেদ (২২), ফাহিম রাজ অভি (২৬) ও তারিফুল ইসলাম মামুন (২৮)।

তবে, পদবঞ্চিত ছাত্রদলের নেতারা দাবি করেন, খায়রুল কবির খোকন তার লাইসেন্সকৃত পিস্তল বের করে তাদের ওপর এলোপাতারি গুলি ছুঁড়ে। তারাও ইট-পাটকেল ছুঁড়েন। এতে তাদের ৩ জন নেতা আহত হয়েছে।

সূত্র জানায়, খায়রুল কবির খোকন সকাল ১১টার দিকে নরসিংদী থেকে শিবপুরের ইটাখলার মোড় হয়ে রায়পুরার দিকে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও বীরমুক্তিযোদ্ধা নেছার উদ্দিন আহমেদের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ইটাখলা মোড় অতিক্রম করার পর তার গাড়ি বহরে হামলা করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নরসিংদী জেলা বিএনপির সদস্য ও নরসিংদী সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত জিএস শরীফ আহমেদ বলেন, 'সকাল ১১টার দিকে ইটাখলা মোড়ে আওয়ামী লীগের কর্মসূচি চলছিল। ওই মোড়ে ৪টি মাইক্রোবাসে আমরা অপেক্ষা করছিলাম। তখন, পুলিশের উপস্থিতিতে আমাদের গাড়িতে হামলা করা হয়। পরে, গাড়ি থেকে সবাই বের হলে হামলাকারীরা পালিয়ে যায়।'

তিনি আরও বলেন, 'আমাদের ধারণা, আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িত থাকতে পারে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে কিনা সে বিষয়ে আমাদের সিনিয়র নেতারা  সিদ্ধান্ত নেবেন।'

এদিকে পদবঞ্চিত ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ফাহিম রাজ অভি বলেন, 'আমরা ১০ থেকে ১৫ জন নেতাকর্মী রায়পুরা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নেছার উদ্দিন সাহেবের জানাজায় যাওয়ার উদ্দেশ্য রওনা হই। তারপর ইটাখোলা মোড় ক্রস করে গ্যাস পাম্প থেকে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ালে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার সন্ত্রাসী বাহিনী অস্ত্র বের করে পদবঞ্চিত ছাত্র নেতাদের ওপর এলোপাতারি গুলিবর্ষণ শুরু করেন। পদবঞ্চিত নেতারা আত্মরক্ষার জন্য ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে খোকনসহ তার সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।'

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, 'জেলা বিএনপি নেতা খায়রুল কবির খোকন ও ছাত্রদল নেতাদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে মাথায় আঘাত পাওয়া জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সোহেল ওরফে শুভকে আটক করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাতের ফলে জখম হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। যেখানে ছিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ তুষার, সাংগঠনিক সম্পাদক সজিব ভূঁইয়া।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago