ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা

নতুন ৪৫ মামলায় গ্রেপ্তার ৩ শতাধিক, আসামি ৬২২৩: বিএনপি

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, 'পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার মিছিল থেমে নেই। যেখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে, সেখানেও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। এমনকি দিনে কর্মসূচি পালিত হলেও গভীর রাতে আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ ভাঙ্গাড়ি দোকান থেকে অচল মোটরসাইকেল নিয়ে তা পুড়িয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।'

'ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন ৪৫টি মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৩ শতাধিক নেতাকর্মীকে, এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১ হাজার ৭০৬ জনকে, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪ হাজার ৫১৭ জনকে। সারা দেশে ৬ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ১৫ জন,' বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে হামলা ও দেশব্যাপী বেপরোয়া গণগ্রেপ্তার চালানো হচ্ছে। আওয়ামী অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আবারও বেআইনি পন্থায় আঁকড়ে রাখতে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তারের পুরনো খেলায় মেতে উঠেছে।'

Comments

The Daily Star  | English

Media freedom may turn into empty promise: TIB

The graft watchdog voices serious concerns over the state of press freedom in the country

1h ago