বিএনপিও বিশেষ ট্রেন ভাড়া পাবে, তবে…

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

'আন্দোলনের নামে লাইন উপড়ে ফেলে, রেলে আগুন দিয়ে' বিএনপি রেলের যে 'ক্ষতি' করেছে, সেই 'ক্ষতিপূরণ' দিলে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতেও বিশেষ ট্রেন ভাড়া দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ বুধবার রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, 'তাদের (বিএনপি) ক্ষেত্রে আমরা দেখেছি যে, তাদের আন্দোলনের বা জনসভার অতীতের যে রেকর্ড…তারা রেললাইন উপড়ে ফেলেছে, তারা রেলে আগুন দিয়েছে, রেলের ক্ষতি করেছে। সেগুলোর দায়িত্ব কে নেবে? সেগুলোর যদি দায়িত্ব নেয়, আমাদের কাছে আসুক, চাক…।'

রেলমন্ত্রী আরও বলেন, 'আমাদের হিসাব আছে (বিএনপি) কত ক্ষতি করেছে, জ্বালাও-পোড়াও…সেখান থেকে যদি কিছু টাকা-পয়সা আমাদের দেয়, ভাড়া দেবো তাদেরকেও। কোনো অসুবিধা নাই।'

'ক্ষতিপূরণের' এই টাকা বিএনপির কাছে কখনো চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'তারা তো আমাদের ধারেকাছে আসে না।'

গত ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে আসতে দলীয় নেতাকর্মীদের জন্য লোকাল রুটে চলাচলকারী ৭টি ট্রেন ভাড়া করেন দলের নেতারা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার তখন দ্য ডেইলি স্টারকে জানান, দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ১২ লাখ ৯০ হাজার টাকায় ১০ হাজার ৩০৬ আসনের ৭টি ট্রেন ভাড়া দেয়।

বিশেষ ট্রেনের বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, 'আমাদের অনেকগুলো ট্রেন আছে যেগুলো সপ্তাহে ৬ দিন চলে, ১ দিন বন্ধ থাকে। ওই বন্ধের দিনের ট্রেনটা আমরা ব্যবহার করি। সুতরাং যে কেউ এটা (নিতে পারে)।'

 

Comments

The Daily Star  | English

India pushes 123 individuals into Bangladesh

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

4h ago