ভারতের আদালতে খালাস পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন, দেশে পাঠানোর নির্দেশ

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ। ফাইল ফটো

ভারতে অনুপ্রবেশ মামলায় দেশটির একটি আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই আদেশে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। 

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের জজ কোর্ট গতকাল মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। 

আজ বুধবার বিকেলে ভারতের শিলং থেকে সালাহউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন,' ২০১৮ সালের ২৬ অক্টোবর নিম্ন আদালত আমাকে খালাস দিয়েছিলেন। পরে সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে। শিলংয়ের জজ কোর্ট গতকাল মঙ্গলবার আবারও আমাকে বেকসুর খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন। দ্রুত যেন আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।' 

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি প্রথম দিন থেকেই প্রতি মুহূর্তে দেশে ফেরার প্রতীক্ষায় আছি।'

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে জানা যায়।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

Comments

The Daily Star  | English

Mymensingh’s handmade ‘Laal Chini’ gets GI recognition

Producers hope the 200-year-old craft will gain global attention

1h ago