‘রাজনীতির ২ ধারা চলছে, একটা আ. লীগের উন্নয়নের আরেকটা বিএনপির দারিদ্র্যতার’

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ। ছবি: বাসস

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'বাংলাদেশে বর্তমানে রাজনীতির ২টি ধারা চলছে। একটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা। আরেকটি বিএনপি-জামায়াত সরকার দেশকে যে চরম দারিদ্র্যতার দিকে, অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল সেই ধারা।'

আজ শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, 'প্রধানমন্ত্রী টানা ১৪ বছর ধরে হাল ধরে চরম দরিদ্র দেশ থেকে বাংলাদেশকে আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। সারা বিশ্বের আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করেছেন। অর্খনীতিবিদরা বলছেন এই ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪২ সালে মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। আরেকটি ধারা চলছে বিএনপি জোট করে অগ্রগতিকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়।'

জনসভায় তিনি আরও বলেন, 'এই  বিএনপি জামায়াত দুর্নীতি করে পর পর ৫ বার দেশকে শীর্ষ অবস্থানে রেখেছিল। এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে জঙ্গিবাদের চারণভূমি বানিয়েছিল। বিএনপি ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছিল। এই বিএনপি জামায়াত যে পাপ করেছে আল্লাহপাক তাদের পাপের শাস্তি দেবে।  এই বিএনপি-জামায়াত আর কখনো খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসতে পারবে না।

 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

2h ago