ভারতের হাইকমিশনারের নৈশভোজে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনারের বাসভবনে যান।’

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আয়োজিত নৈশভোজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনারের বাসভবনে যান।'

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

4h ago