‘শেখ হাসিনার নেতৃত্বে আজ ভিক্ষুকের হাত থেকে দাতার হাতে পরিণত হয়েছি’

চাঁদপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'আজ শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে আজকে ভিক্ষুকের হাত থেকে দাতার হাতে পরিণত হয়েছি।'

আজ রোববার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর চোখে-মুখে একটাই স্বপ্ন ছিল, দেশটাকে স্বাধীন করা। তাই জীবনের মায়া না করে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশটাকে স্বাধীন করেছেন।'

তিনি আরও বলেন, '২৫ মার্চ কালরাতে ভয়াবহ গণহত্যা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পুরো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল তারা। পৃথিবীর ইতিহাসে এটি একটি নিকৃষ্টতম ঘটনা ছিল। বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা কখনো ভোলার নয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা স্বাধীন ভূখণ্ড তৈরি করে দিয়েছিলেন। আপনাদের কারণে আজ আমরা নিজেদের স্বাধীন দেশের নাগরিক বলতে পারি।'

'ধর্মভিত্তিক রাজনীতি রাষ্ট্রের জন্য কখনো শুভ নয়। আওয়ামী লীগের কারণে বাঙালি তার স্বাধীনতা পেয়েছে', যোগ করেন তিনি।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago