নাশকতা চেষ্টা মামলায় বিএনপি-জামায়াতের ২১ জন কারাগারে

জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে, শুক্রবার রাতে শহরের কাচারীপাড়ার মিজানুর রহমানের অফিস থেকে তাদের আটক করা হয়। এরপর আজ সকালে এসআই দেবাশীষ সাহা বাদী হয়ে জামালপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এসআই দেবাশীষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটককৃতরা নাশকতা সৃষ্টি ও সরকারি স্থাপনা ভাঙচুরের জন্য কাচারীপাড়া এলাকায় মিজানুর রহমানের অফিসে একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়।'

আটককৃতদের মধ্যে জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাবুলসহ ২০ নেতাকর্মী এবং ২০১৫ সালে ইসলামপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি জামায়াত নেতা উবায়দুল্লাহ রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ ডেইলি স্টারকে বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদার ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ আমাদের নেতাকর্মীদের হয়রানি করার লক্ষে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে।' 

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ডেইলি স্টারকে বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ ব্যবহৃত হচ্ছে। আজ সকাল থেকে জেলা বিএনপির অফিস ও আমার বাসায় পুলিশ পাহারা বসিয়েছে।'

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

13h ago