সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু জামিনে মুক্ত

আজ কারাগার থেকে জামিনে মুক্ত হন মাহমুদুল আলম বাবু। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে তিনি জামালপুর জেলা কারাগার থেকে বের হন।

কারাগারের জেলার আবু ফাতাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় বাবুকে আজ বিকেলে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।'

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাবুর ছেলে রিফাতকে গত এক বছরেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করলেও অগ্রগতি নিয়ে অসন্তোষ রয়েছে বাদীর পরিবারে।

সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর মুক্তিতে তার অনুসারীরা সাধুর পাড়ায় আনন্দ মিছিল করেছে।

পাশাপাশি এলাকায় আতঙ্ক তৈরি হয়েছ এবং ভয়ে আছে নাদিমের পরিবার।    

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাদিম। 

পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় গত ১৭ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। 

মামলার পর বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

49m ago