বাংলাদেশের দুর্ভিক্ষ এই যুগের নতুন: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আজকাল নতুন বিশ্ব পরিবর্তনের প্রেক্ষাপটে আগের মতো দুর্ভিক্ষ আর হয় না। বাংলাদেশের দুর্ভিক্ষ এই যুগের নতুন দুর্ভিক্ষ।'
আজ সোমবার বিকেলে চকবাজার কাতালগঞ্জের কিশলয় কমিউনিটি সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা আয়োজিত চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে রাতে ধরে তুলে নিয়ে গেছে। কী জন্য? একটি মানুষ তার পেটের ক্ষিধের কথা বলেছে। আপনারা যদি ইতোমধ্যে সাউথ এশিয়ান ইকোনোমিস্টের একটি রিপোর্ট দেখেন, সেই রিপোর্টে বলা হয়েছে গত ৬ মাসে দেশের ২৮ শতাংশ মানুষ ১ বেলা না খেয়ে আছে। ৭২ শতাংশ মানুষ ধার করে চলছে।'
'৫২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার খেতে পারছে না। সুতরাং প্রথম আলোর সাংবাদিক যা বলেছে কম বলেছে, এটাকে বলে নীরব দুর্ভিক্ষ। আজকাল নতুন বিশ্ব পরিবর্তনের প্রেক্ষাপটে আগের মতো দুর্ভিক্ষ এখন আর হয় না। বাংলাদেশের দুর্ভিক্ষ এই যুগের নতুন দুর্ভিক্ষ', যোগ করেন তিনি।
আওয়ামী লীগ সংবিধানের সবকিছু লঙ্ঘন করেছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'সংবিধান লঙ্ঘন করে সংবিধানের বাইরে গিয়ে তারা নির্বাচন করতে রাজি নেই। তবে বাংলাদেশের সংবিধানের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের সুরক্ষা দেওয়া। দেশের মানুষের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করা। জীবনের নিরাপত্তা দেওয়া। আজকে তারা সংবিধানের সবকিছু লঙ্ঘন করেছে। মানুষের ভোটের অধিকার, মানবাধিকার,আইনের অধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে।'
তিনি আরও বলেন, `সংবিধান যা যা সুরক্ষা দিয়েছে, সবকিছু তারা লঙ্ঘন করেছে। কিন্তু ভোট চুরির বেলায় সংবিধানের দোহাই তারা দিচ্ছে। দিনের ভোট রাতে নিচ্ছে।'
চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. হারুন আল রশিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি ডা. শাহাদাত হোসেন।
Comments