নিউ সুপার মার্কেটে আগুন

প্রকাশ্যে দায়িত্বহীনতার পরিচয় দিলেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

রাজধানীর নিউ সুপার মার্কেটসহ সাম্প্রতিক সব অগ্নিকাণ্ডে বিএনপিকে সন্দেহ করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে 'দায়িত্বহীন' বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ সুপার মার্কেটসহ সাম্প্রতিক সব অগ্নিকাণ্ডে বিএনপিকে সন্দেহ করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে 'দায়িত্বহীন' বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। বিএনপি জড়িত থাকার ব্যাপারে তদন্তের নির্দেশ সম্পর্কে তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) প্রকাশ্যে দায়িত্বহীনতার পরিচয় দিলেন।

মির্জা ফখরুল বলেন, 'আজকে যিনি জোর করে ক্ষমতা দখল করে আছে প্রধানমন্ত্রী… তিনি আমাকে প্রায়ই দায়ী করেন এবং ওবায়দুল কাদেরও বলেন আমরা নাকি সারাক্ষণ মিথ্যা কথা বলতে থাকি। অথচ আজকে প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রকাশ্যে দায়িত্বহীনতার পরিচয় দিলেন।'

অগ্নিকাণ্ডে বিএনপির হাত আছে কি না খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, 'প্রধানমন্ত্রীর শক্ত করে বলা উচিত ছিল যে, এটার একটা নিরপেক্ষ তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া হবে। সেটা তো করছেন না। আগে থেকেই বলে দিচ্ছেন এর সঙ্গে বিএনপি জড়িত আছে কি না সেটা দেখতে হবে।'

'অর্থাৎ যারা তদন্ত করবে তাদের আগেই বলে দিচ্ছেন—ওই দিকে দেখতে হবে। আঙুলটা তিনি ওই দিকে দেখাচ্ছেন। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক বিএনপিকে দোষী সাব্যস্ত করা।'

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, এ এস এম আবদুল হালিম, সৈয়দ মোয়াজ্জেম আলাল, আফম ইউসুফ হায়দার, এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক হারুন আল রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

Comments